এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।


কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী এবং মার্কেটিং কো অপারেটিভগুলি বার্ষিক তিন শতাংশ সুদে সহজ শর্তে ঋণ নিতে পারবে।

এছাড়াও কৃষকরা ব্যক্তিগতভাবে ঋণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। জৈব সার তৈরি, কোল্ড চেইন এর মাধ্যমে সবজি সংরক্ষণ, খাদ্যশস্য এবং মশলার প্রক্রিয়াকরণও এই তহবিলের অর্থে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইজন্যে সব জেলার কৃষি আধিকারিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে।