এই মুহূর্তে জেলা

কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে খাবারপৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা।

হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে মাইক্রো কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে ছাতু, ফল, হরলিক্স, বিস্কুট, শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা। শুক্রবার দুপুরে পুরভবনে এক সাংবাদিক বৈঠকে এবিষয়ে হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, একই পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হলে সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জায়গা লক্ষ্য রেখেই হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশকে জানানো হয়েছে। ওই প্যাকেটে ছাতু, বেসিক কিছু খাবার, কিছু শুকনো ফল, হরলিক্স, বিস্কুট প্রভৃতি থাকছে।

আক্রান্ত পরিবারের কাছে এই প্যাকেট পৌঁছে দিতে হাওড়া সিটি পুলিশের সাহায্য নেওয়া হবে। প্রথম পর্যায় দেড়শটি প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী দিনে পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে। মূলত যে সকল পরিবার করোনা সংক্রমণের শিকার এবং পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত, বাইরে বেরতে পারছেন না তাদের কাছে এই প্যাকেট পৌঁছে দেওয়া হবে। এরজন্য বিভিন্ন মাইক্রো কন্টেনমেন্ট জোন ভাগ করে কাজ করা হবে। সব জোনে খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মূলত এই কাজটি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ীই করা হচ্ছে।