এই মুহূর্তে জেলা

হাওড়ায় সিএমওএইচ এর দপ্তরের সামনে আশা কর্মীদের বিক্ষোভ।

হাওড়া, ৭ জানুয়ারি:- দীর্ঘ করোনাকালে কাজের চাপ বাড়লেও বাড়েনি উৎসাহ ভাতা। এমনকি সময়মতো মেলে না ইনটেনসিভও। কিছুদিন ধরেই এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছিলেন আশাকর্মীরা। শুক্রবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি তাঁদের যে উৎসাহ ভাতা দেওয়া হয় তা নির্দিষ্ট সময়ে দেওয়ার দাবিও জানান তাঁরা।

এছাড়াও ৫ থেকে ৯ মাস পর্যন্ত আশা কর্মীদের বকেয়া ইনসেনটিভ দ্রুত দেওয়ার দাবি করা হয়। এদিন সারা রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অঙ্গ হিসেবে হাওড়ায় বঙ্কিম সেতুর নিচে জড়ো হন আশাকর্মীরা। সেখান থেকে মিছিল করে হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড় হয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসের সামনে যান তাঁরা। সেখানে জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার মধ্যে দিয়ে এদিনের কর্মসূচি পালিত হয়।