কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্যে আসন্ন পুরভোটের প্রচারে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। খোলা যায়গায় নির্বাচনী সভায় ৫০০-র পরিবর্ত ২৫০ লোকের জমায়েত করা যাবে। প্রচারসভা বা মিছিলের বদলে ডিজিটাল মাধ্যমে প্রচারেও বাড়তি জোর দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রসঙ্গত, ১৭ পর্যবেক্ষকের পাঁচ প্রচার সভায় জনই বর্তমানে কোভিড আক্রান্ত। তার জেরে নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে নির্বাচনী গাইডলাইনেও দুটি ক্ষেত্রে আনা হয়েছে পরিবর্তন।