এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।

কলকাতা, ৭ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে নামতে পারছে না।এই সব বাস পথে নামলে রাস্তায় বাস সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন তাঁরা। কিন্তু এই সব বাসের অনেকেরই সরকারের কাছে বহু টাকা বকেয়া রয়েছে।সেই টাকা শোধ না করলে ফিটনেস সার্টিফিকেট মিলবে না। এমত অবস্থায় বকেয়া টাকা মুকুব করে ন্যুনতম খরচায় তাঁরা যাতে ফিটনেস সার্টিফিকেট পেতে পারেন সেজন্য সরকারের কাছে আবেদন করেছেন বাস মালিকেরা।

এই দাবি নিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিস। সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘২০১৯ সালে করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগেই রাজ্য সরকার এ সংক্রান্ত একটি নীতি চালু করেছিল। যেখান সর্বোচ্চ দেড়হাজার টাকা দিয়েই যাতে বাস মালিকরা ফিটনেস সার্টিফিকেট পেতে পারেন সে ব্যপারে ছাড় দেওয়া হয়। কিন্তু এর পরেই করোনা পরিস্থিতি শুরু হয়ে যায়।ফলে এককালীন ওই ছাড়ের সুযোগ নিতে পারেননি বাস মালিকেরা।আমরা পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি দিয়ে দাবি করেছি যেন বর্তমান পরিস্থিতিতে ওই ছাড় আরও একবার দেওয়া যায়।’ পরিবহন দফতর সূত্রে খবর বাস মালিকদের এই আবেদন বিবেচনা করা হচ্ছে। শীঘ্রই এব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।