এই মুহূর্তে জেলা

বাঁকুড়া থেকে হাতির দল হুগলিতে।


হুগলি, ৭ জানুয়ারি:- বাঁকুড়া ও বর্ধমানের পর হাতির হানা এবার হুগলিতে।এদিন একটি হাতির দল হঠাৎ করেই বাঁকুড়ার জঙ্গল থেকে হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকায় ঢুকে পড়ে। হাতির আগমনে গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বনদপ্তর থেকে শুরু করে প্রশাসনের উচ্চ আধিকারিকদের। জানা গেছে, হাতির দলটি গ্রামের মধ্যে ঢুকতেই গ্রাম মানুষ সকলকে সতর্ক করে। যাতে করে হাতির তান্ডবে কোনও বড়ো ধরনের ক্ষতি না হয়। তবে রাতের দিকে আলু ক্ষেতে হাতির দলটি নেমে তচনচ করে দেয়। প্রাকৃতিক বিপর্যয়ের পর হাতির তান্ডব লীলায় যদি চাষের জমি ও ফসল ক্ষতি হয় তাহলে তাদের রুটি রোজকারে টান পড়বে বলে জানায় ওই এলাকার চাষীরা।

তাই দ্রুত হাতির দলটিকে বাঁকুড়া কিংবা মেদিনীপুরের জঙ্গলের দিকে যাতে ঘোড়ানো যায় সেই দাবী জানায় তারা। তবে হাতির দলে মোট কয়টি হাতি আছে তা এখনও পযন্ত সঠিক ভাবে জানা না গেলেও বেশ কয়েকটি হাতি গোঘাটের বদনগঞ্জ এলাকা দাপিয়ে বেড়ায়। শীতের রাতে গজরাজ বেশ খোশমেজাজেই ঘুরে বেড়ায়। আর কৌতুহলী উৎসুক গ্রামের সরল মানুষ হাতির পিছনে ধাওয়া করার চেষ্টা করে। কিন্তু তাতে করে গজরাজের কিছু এসে যায় না। তিনি মাঠের পর মাঠ পেরিয়ে গোঘাটের বদনগঞ্জ এলাকায় কখনও আলু জমিতে আবার কখনও গ্রামের মাঝে এসে অবস্থান করে।এখন দেখার গজরাজের গমন কোন অভিমুখে হয়।