এই মুহূর্তে জেলা

পাঞ্জাবে প্রধানমন্ত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ মিছিল বিজেপির।

হুগলি, ৬ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় কংগ্রেস শাসিত পাঞ্জাবে যেভাবে আটকে রাখা হয় তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি। সেই মতো হুগলি জেলার প্রতিটি বিজেপির সাংগঠনিক জেলায় প্রতিবাদে সামিল হয় বিজেপি নেতৃত্ব। এদিন শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলা অফিসে থেকে বিকালে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক তথা রাজ্য বিজেপির সম্পাদক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন অদক, বিজেপি নেতা শ্যামল বোসসহ অন্যান্য নেতৃত্ব। পাঞ্জাবে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে দেওয়ার ঘটনাকে নক্কার জনক বলে আখায়িত করে বিজেপি নেতৃত্ব।

এই বিষয়ে শ্রীরামপুরের এক বিজেপি নেতা জানান, পাঞ্জাবের কংগ্রেস সরকার উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুটি কর্মসূচি বানচাল করার চেষ্টা করে। আমরা তারই প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করছি। প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য আমরা ধিক্কার জানাছি। অপরদিকে একই ভাবে আরামবাগেও বিজেপি নেতৃত্ব বিজেপির তিনজন বিধায়ককে নিয়ে প্রতিবাদ মিছিল করে।এই বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ জানান, প্রধানমন্ত্রীর কনভয় পাঞ্জাবে আটকে দেওয়ার প্রতিবাদে আমরা মোমবাতি মিছিল করছি। এটি দৌলতপুর কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। আমাদের আক্রশ মিছিল হচ্ছে। পাঞ্জাবের কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই পাঞ্জাবের কংগ্রেস সরকারের পদত্যাগ করা উচিত। সবমিলিয়ে এদিন হুগলি জেলা জুড়ে পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে নামে বিজেপি।