হাওড়া, ৬ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে হাওড়ায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকেই চুরি হলো খাদ্যসামগ্রী এবং বাসনপত্র। বুধবার রাতে চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার তালা ভেঙে চাল, ডাল, সরষের তেল, মশলাপাতি এবং বাসনপত্র চুরি করে চম্পট দেয়। গভীর রাতে ডোমজুড়ের ভান্ডারদহ লিচুতলায় ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্র শিশু আলয়’তে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজার তালা ভেঙে প্রায় দু’বস্তা চাল, দেড় বস্তা ডাল, সাত কিলো সরষের তেল, মশলাপাতি এবং নতুন বাসনপত্র চুরি করে নিয়ে যায়।
আজ সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা ডোমজুড় পঞ্চায়েত অফিস এবং ডোমজুড় থানায় খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্কুলে এই ধরনের ঘটনা প্রথম। ওই শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী সুমিত্রা হাসদা বলেন চোরেরা দরজার তালা ভেঙে চাল, ডাল, তেল এবং নতুন বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে আসে পুলিশ। ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি।