এই মুহূর্তে জেলা

করোনা রুখতে তৎপর হাওড়া পুরনিগম , জানালেন মুখ্যপ্রশাসক।

হাওড়া, ৫ জানুয়ারি:- হাওড়া পুরসভা এলাকাতেও বাড়ছে করোনার সংক্রমণ। ব্যবস্থা নেওয়া হয়েছে পুরনিগমের তরফ থেকে জানালেন প্রশাসকমন্ডলীর প্রধান। করোনার প্রকোপ বাড়ছে হাওড়া পুরনিগম এলাকাতেও। তবে এই নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বুধবার সাংবাদিকদের জানান, আক্রান্তের সংখ্যা বাড়ছে।পুরসভার কয়েকজন আধিকারিক ও কর্মী আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে। থানা এলাকা ভিত্তিক সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে।