এই মুহূর্তে জেলা

করোনাকে উপেক্ষা করেই বছরের প্রথম দিন ভিড় আছড়ে পড়ল দিয়ারা পার্কে।

হুগলি, ১ জানুয়ারি:- করোনার তৃতীয় ঢেউকে উড়িয়ে নমবর্ষের প্রথম দিনে আনন্দে মাতোয়ারা ৮ থেকে ৮০ সকলেই। জন সুনামি আছরে পড়লো সিঙ্গুরের দিয়াড়ার পার্কে। কেউ পরেছে মাস্ক, আবার কারো কারো মুখে নেই মাস্ক। তবুও নতুন বছরের প্রথম দিনে শীতের দুপুরে উষ্ণতা গায়ে মেখে চলছে উদ্মাম নাচ। তবুও আশাহত দিয়াড়া পার্ক কর্তৃপক্ষের। নতুন করে করোনা পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের কারনে এবছর পর্যটকের সংখ্যা কম। বহু পিকনিক স্পট বুকিং হয়নি। অর্ধেক পিকনিক স্পট জঙ্গলে ঢেকেছে। চন্দননগর থেকে আসা এক পর্যটন বলেন করোনা করোনার মতো থাকবে, তবুও নিজেদের সুরক্ষিত রেখে আনন্দে সামিল হতে হবে।