হাওড়া, ৩০ ডিসেম্বর:- রাত পোহালেই শুক্রবার ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাত এবং পরদিন শনিবার ১ জানুয়ারি নিউ ইয়ার। শীতের এই উৎসবের মরসুমে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়ায়। শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দু’দিন মোতায়েন করা হচ্ছে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী। থাকছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। শহরের রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং রেডিও ফ্লাইং স্কোয়াড। বিভিন্ন থানা এলাকায় পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা থাকবে। থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা বিষয়টি দেখবেন। এছাড়াও মহিলাদের সুরক্ষার জন্য হাওড়া সিটি পুলিশের শক্তি বাহিনী রাস্তায় টহল দেবে। পাশাপাশি পুলিশের উইনার্স টিমের ১৫টি গাড়ি বিভিন্ন জায়গায় টহল দেবে। থাকবে ড্রোনের নজরদারি। অ্যান্টি সাবোর্তেজ টিম মোতায়েন থাকবে। স্নিফার ডগ দিয়ে নবান্ন চত্বর সহ বিভিন্ন মলগুলি নজরদারি চালানো হবে।
কোভিডের জন্য জমায়েত যাতে কম হয় তার জন্য আবেদন করা হয়েছে। এছাড়াও থাকবে পুলিশের প্রায় ৭ হাজার সিসিটিভির নজরদারি। হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য্য জানিয়েছেন, ওই দুই দিন হাওড়া শহরের রাস্তায় প্রায় দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও হাওড়া সেন্ট্রাল, হাওড়া নর্থ এবং হাওড়া সাউথ ডিভিশন এই তিন জোনে সিটি পুলিশের আধিকারিকরা দায়িত্ব সামলাবেন। শহরের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে দুটি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং চারটি রেডিও ফ্লাইং স্কোয়াড। এছাড়াও বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। মহিলাদের নিরাপত্তার কথা ভেবে সাদা পোশাকে মহিলা পুলিশের শক্তি বাহিনী টিম রাস্তায় মোতায়েন থাকবেন। এছাড়াও মহিলা পুলিশের উইনার্স টিম বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে টহল দেবেন। হাওড়া সিটি পুলিশের বিভিন্ন জোনে রাস্তায় চেকিং চলবে। এছাড়াও শহরের বিভিন্ন বহুজাতিক মল, নবান্ন চত্বর, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।