এই মুহূর্তে জেলা

বামেদের পুরসভা অভিযান হাওড়ায়।


হাওড়া, ২৮ ডিসেম্বর:- হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সইয়ের বিষয় ঘিরে জটিলতার কারণে হাওড়া বাদে বাকি চারটি পুরসভায় ( আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি ও বিধাননগর ) আগামী ২২ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়ার ভোট নিয়ে জট থাকায় সেখানে পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাওড়ায় অবিলম্বে পুরভোটের দাবীতে মঙ্গলবার বিকেলে হাওড়া পুরনিগম অভিযান করল হাওড়া জেলা বামফ্রন্ট। এদিন জেলা বামফ্রন্টের তরফ থেকে বিকেলে ময়দানের স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে প্রথমে জমায়েত হয়। এরপর সেখান থেকে মিছিল আসে হাওড়া পুরনিগম চত্বরে।

সেখানেই তারা বক্তব্য রাখার পর পুরসভা অভিযান করেন। পুলিশ ব্যারিকেড করে বাম কর্মী সমর্থকদের আটকে দেয়। প্রাক্তন বাম বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য বলেন, গত ১০ ডিসেম্বর ২০১৮ হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর তিন বছর কেটে গেলেও হাওড়া পুরসভার নির্বাচন করাতে পারলো না শাসক দল। বালি পৌরসভাকে কেন আলাদা করা হল তারও কোনও জবাব নেই শাসক দলের কাছে। জলাশয় বুজিয়ে পার্ক হচ্ছে। বিল্ডিং হচ্ছে। অথচ সাধারণ মানুষ কোনও পরিষেবা পাচ্ছেন না। তাই অবিলম্বে হাওড়া কর্পোরেশনের ভোট করার দাবিতে আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ।