এই মুহূর্তে কলকাতা

রাজ্যে কর্মরত শীর্ষস্তরের আধিকারিক ভাতা বাড়লো।

কলকাতা, ১৫ ডিসেম্বর:- রাজ্যে কর্মরত শীর্ষ স্তরীয় আধিকারিকদের ভাতা বাড়ল। অতিথি আপ্যায়ন এবং বিনোদন খাতে এবার তাঁদের আলাদা ভাতা মঞ্জুর করা হবে বলে কর্মিবর্গ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকরা এই বাবদ প্রতি মাসে ৩৪ হাজার টাকা ভাতা পাবেন। প্রধান সচিব পর্যায়ের অফিসারদের জন্য এই বাবদ বরাদ্দ মাসে ২০ হাজার টাকা ভাতা। সচিব পর্যায়ের অফিসারদের জন্য মাসে ১৭ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর কেন্দ্রীয় আমলাদের এই খাতে ভাতা দেওয়া হলেও রাজ্যের আধিকারিকদের জন্য এই ভাতা দেওয়ার সংস্থান ছিল না।

এবার থেকে রাজ্যে কর্মরত শীর্ষ আমলারাও এর সুযোগ পাবেন। এই বিজ্ঞপ্তির আগে নবান্নের তরফে কদিন আগে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আমলাদের বিশেষ ভাতা বাড়ানো হয়েছে। সেই সময়ে মুখ্য সচিবের স্পেশাল অ্যালাওয়েন্স বেড়েছিল মাসে ৬ হাজার টাকা। অতিরিক্ত মুখ্য সচিবদের স্পেশাল অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছিল মাসে ৫ হাজার টাকা। আর দফতরের সচিবদের মাসে ৪ হাজার টাকা করে স্পেশাল অ্যালাওয়েন্স দেওয়ার ঘোষণা করা হয়।