মালদা, ১৫ ডিসেম্বর:- ভুতে ধরেছে গর্ভবতী মহিলাকে। দাওয়াই ঝাড়ফুঁক। কয়েক ঘন্টা ধরে নিমের ডাল সহযোগে চলল ঝাড়ফুক। ওষুধের বদলে অসুস্থ গর্ভবতী মহিলাকে দেওয়া হলো জলপড়া আর এই নাটকীয় ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হাওয়ায় নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনাস্থলে ছুটে যান ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজেশ কুমার সাহা ও ভুতনি থানার পুলিশ। চিকিৎসার জন্য অসুস্থ গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে ওঝাকে আটক পরে ভুতনি থানার পুলিশ।
গৃহবধূর নাম শ্যামলী মন্ডল। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। গত দু’মাস থেকে অসুস্থ গৃহবধূ শ্যামলী। চিকিৎসা ও করিয়েছেন। গতকাল রাত থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন শ্যামলী। বাপের বাড়ির লোকের ধারণা কালা জাদু করা হয়েছে শ্যামলীর উপর বা শ্যামলীকে ভুতে ধরেছে। তাই ঝাড়ফুঁকের জন্য ডাকা হয় স্থানীয় ওঝা সঞ্জয় ভগৎকে। শুরু হয় তুকতাক। স্থানীয় আশা কর্মী দীপ্তি মন্ডল পুরো ঘটনাটা জানান ভুতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজেশ সাহাকে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে অসুস্থ গর্ভবতী গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক রাজেশ সাহা জানান রক্তাল্পতায় ভুগছেন গর্ভবতী মহিলা। তাই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।