হুগলি, ১৩ ডিসেম্বর:- সমাজ সংস্কারে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে এই সমাজের যে সমস্ত বয়স্ক মানুষ জন যারা আছেন সেই সব মানুষদের বিপদে এবং দরকারে তাদের সাহায্য করা যায় সেই বিষয়টি তাদের দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে বর্তমান সমাজে প্রায় দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অনেক অন্যায় ও অসামাজিক কাজকর্ম হয় সেই সমস্ত কাজকর্ম গুলির যাতে রোখা যায় তার জন্য পুলিশের পাশে দাঁড়াতে হবে। পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে প্রতিকারের ব্যাবস্থা করবে।
সোমবার চন্দননগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে শ্রীরামপুর গার্লস কলেজের এক সেমিনারে এই বিষয়ে আলোকপাত করলেন কমিশনারের ডিসিপি ডাক্তার অরবিন্দ আনন্দ। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, পুর প্রশাসক গৌর মোহন দে সহ গার্লস কলেজের শিক্ষিকারা। ছাত্রীদের কাছে তারাও তাদের বক্তব্যে বলেন নতুন প্রজন্ম যাতে আরও বেশি করে সমাজের পাশে দাঁড়াতে পারে সেই ব্যাপারগুলি তাদের দেখতে হবে। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীরামপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা রায়।