এই মুহূর্তে জেলা

আশা কর্মীদের বিক্ষোভ হাওড়ার জগৎবল্লভপুরে।

হাওড়া, ১৩ ডিসেম্বর:- ফের বিক্ষোভে সরব হলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার তরফ থেকে সোমবার আশা কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করে স্লোগান দেন তাঁরা। আশা কর্মীদের অভিযোগ, তাঁরা উৎসাহ ভাতা পাচ্ছেন না। প্রতি মাসে সমান হারে বেতন পাচ্ছেন না। এতে তাঁদের পক্ষে বেতনের হিসাব রাখা অসুবিধাজনক হয়ে উঠছে। এর পাশাপাশি দিনে দিনে তাঁদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা সাপ্তাহিক ছুটি পাচ্ছেন না। ফলে তাঁদের পক্ষে কাজ করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। এরই প্রতিবাদে এদিন আশা কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কাজের বোঝা কমাতে হবে। উৎসাহ ভাতা ঠিকমতো দিতে হবে। আশা কর্মীদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে কর্মবিরতির হুমকি দিয়েছেন আশা কর্মীরা।