এই মুহূর্তে জেলা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।

হুগলি, ৯ ডিসেম্বর:- সকালবেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গাড়ি ও গাড়ি চালককে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার চামড়াখুটি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নিয়ালা চামড়াখুটি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা বাড়ির থেকে বড়িয়ে পান্ডুয়ায় আসার জন‍্য বাড়ির সামনেই জি টি রোড পার হচ্ছিলেন সাইকেল নিয়ে। তখনি ব্যান্ডেল এর দিক থেকে বর্ধমান গামী একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে গোলাম মুস্তাফা। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ গাড়ির ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।