এই মুহূর্তে জেলা

তৃণমূলে যোগ দিলেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা সিপিএমের নেত্রী মমতা জয়সোয়াল।

হাওড়া, ৯ ডিসেম্বর:- সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নে অনুপ্রাণিত হয়ে হাওড়ায় প্রাক্তন সিপিএম নেত্রী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর পাশাপাশি উত্তর হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী ইন্দু সিং ও নম্রতা সিং এবং বিজেপির সহ সম্পাদক অনিমেষ রায় সহ অন্যান্যরা এদিন তৃণমূলে যোগদান করেন। অরূপ রায়, মালা রায়, কল্যাণ ঘোষ সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এদিন এরা যোগদান করেন। এদিকে, তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত প্রসঙ্গে হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সোয়াল বলেন,

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে দিদি সারা বাংলায় উন্নয়ন করছেন আমিও সেই উন্নয়নে যুক্ত হতে চাই। ২০১৫ সাল থেকে আমি আর পুরনো দলের (সিপিএমের) সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি। পরে আমাকে মেম্বারশিপ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, দীর্ঘদিন সিপিআইএম জেলা কমিটির সদস্যা ছিলেন মমতা জয়সওয়াল। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি হাওড়া পুরসভার মেয়র ছিলেন। তার আগে তিনি দু’বারের মেয়র পরিষদ ছিলেন। একবার বরো চেয়ারম্যান হয়েছিলেন তিনি। ২০১৩ সালে পুরসভার নির্বাচনে তিনি পরাজিত হন। সেবার বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা দখল করেছিল তৃণমূল।