এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের এক বহুতলের জুতোর গোডাউনে আগুন।


হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর বি পি দে স্ট্রীট এলাকায় একটি বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। সন্ধা নাগাদ বহুতলটির নিচের তলায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। মহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসনটি। ধোঁয়া আর আগুন দেখে আবাসনে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে শ্রীরামপুর দমকল বিভাগ থেকে তিনটি গাড়ী আসে ঘটনাস্থলে। জল দিয়ে আগুন নেভালেও প্রচন্ড ধোঁয়ায় ভিতরে ঢুকতে বাঁধা পান দমকল কর্মীরা।

কয়েক ঘন্টা বহুতলে আটকে থাকেন বেশ কয়েকজন বাসিন্দা। ধোঁয়া আর তার সাথে বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মী দের। পরে দমকলের ল্যাডার লাগিয়ে একে একে শুরু হয় উদ্ধার কাজ। প্রায় তিন ঘন্টার চেষ্টায় নামিয়ে আনা হয় আবাসনের বাসিন্দা দের। এর মধ্যে কয়েকজন কে চিকিৎসার জন্য শ্রীরামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিভাবে আগুন লাগলো তার পৃথক তদন্ত করবে দমকল ও পুলিশ বিভাগ।