এই মুহূর্তে জেলা

ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হাওড়ায়।

হাওড়া, ২৮ নভেম্বর:- এবার ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হলো হাওড়ায়। কংক্রিটের জঙ্গল নয়, ডুমুরজলা থাকুক ডুমুরজলাতেই এমনই দাবি উঠলো আজ। সবুজ ধ্বংস না করে রক্ষা হোক পরিবেশ, স্বমহিমায় থাকুক হাওড়ার এই ফুসফুস। এই দাবিতে ‘মানব বন্ধন’ হলো রবিবার। ‘সেভ ডুমুরজলা জয়েন্ট ফোরাম’ এর পক্ষ থেকে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সামনে ড্রেনেজ ক্যানেল রোডের উপর এই মানব বন্ধন কর্মসূচী হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে পরিবেশ কর্মী, ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন সংগঠন ও হাওড়ার অসংখ্য নাগরিক।