এই মুহূর্তে কলকাতা

রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবার বেসরকারি পেশাদারদের নিয়োগের সিদ্ধান্ত।

কলকাতা, ২৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। এবার রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি পেশাদারদের নিয়োগ করার সিদ্ধান্ত রূপায়নের পথে এগোচ্ছে নবান্ন। রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তৈরি করা, প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার পাশাপাশি সরকারের কাছে চূড়ান্ত পেশাদারিত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে। অর্থের পাশাপাশি শিল্প, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়নের মতো দফতরেও বাইরের পরামর্শদাতা আনা হচ্ছে নবান্নের তরফে। সব মিলিয়ে আপাতত ২৩টি দফতরের জন্য বাইরের ৫০ জন পরামর্শদাতাকে বিশেষ সচিব পদের সমতুল মর্যাদা দিয়ে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। একুশের নির্বাচনে জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মূল চ্যালেঞ্জ ছিল শিল্প। যা নিয়ে উচ্চপদস্থ আমলাদের দায়িত্ব দেওয়া হলেও আরও বেশি গুরুত্ব দিতে চাইছে নবান্ন। অপরদিকে সমস্ত সামাজিক প্রকল্প সমানভাবে চালাতে ও রাজ্যে আর্থিক ভাবে স্বচ্ছল রাখতেই বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রত্যেক দফতর থেকেই সঠিক প্ল্যানিং ও পরিকল্পনা করে অর্থ ঠিকঠাক ব্যয় করে কাজ চালানো ও শিল্পের জোয়ার বঙ্গে আনাই লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এই পরামর্শদাতা নিয়োগ করতে চলেছে নবান্ন।

সরকারি তরফে জানানো হয়েছে, অর্থ দফতরের জন্য দু’জন পরামর্শদাতা নিয়োগ করা হবে। এক জন দেখবেন ‘ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন’ বা কর ব্যবস্থাপনা বিষয় ও অন্য জনকে নিয়োগ করা হবে ‘পাবলিক ফিনান্স’ পরামর্শদাতা হিসেবে। শিল্প দফতরের জন্য বাইরের একজন পরামর্শদাতাকে নিয়োগ করছে রাজ্য সরকার। শিল্পায়নের সুযোগ-সম্ভাবনা এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কাজকর্ম করতে হবে সেই পরামর্শদাতাকে। এরকমই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর , জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন দফতর, পূর্ত , পরিবহণ, প্রাণিসম্পদ উন্নয়ন, বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াকরণ, সেচ, শ্রম, তথ্যপ্রযুক্তি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, কারিগরি শিক্ষা, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, নারী-শিশু ও সমাজকল্যাণ, মৎস্য, স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, তথ্য ও সংস্কৃতি, পর্যটন দফতরে বাইরের পরামর্শদাতাকে নিয়োগ করা হবে নবান্নের তরফে। কারা আবেদন করতে পারবেন? নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, নামী গবেষণা প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক সংস্থায় কাজ করা অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন জানাতে পারেন। যোগ্য প্রার্থীকেই পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হবে নবান্নের বিভিন্ন দফতরে। কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সিনিয়র পরামর্শ দাতাকে ২ লক্ষ ও জুনিয়র পরামর্শ দাতাকে ১ থেকে ১.৫ লক্ষ টাকা মাসিক ভাতা দেবে নবান্ন।