এই মুহূর্তে জেলা

ময়লা নির্দিষ্ট ভ্যাটে না ফেলে যারা রাস্তায় ফেলে নিয়ম ভাঙছেন তাদের জন্য সতর্কবাণী হাওড়া পুরসভার।

হাওড়া, ২৭ নভেম্বর:- শহরকে ক্লিন সিটি করার উদ্যোগ হাওড়া পুরসভার। রাস্তায় ময়লা ফেললেই প্রয়োজনে জরিমানা।পুলিশের সাহায্যও নেবে পুরসভা। ময়লা নির্দিষ্ট ভ্যাটে না ফেলে যারা রাস্তায় ফেলে নিয়ম ভাঙছেন তাদের জন্য সতর্কবাণী হাওড়া পুরসভার। রাস্তায় যারা ময়লা ফেলছেন প্রথমে সতর্ক করা হচ্ছে। পুনরায় নিয়ম ভাঙলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জরিমানা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, রাস্তায় ভ্যাট ছাড়া যে সব জায়গায় নোংরা পড়ে রয়েছে সেইসব জায়গা নিয়মিত পরিষ্কার করানো হচ্ছে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ৪৫ নং ওয়ার্ডের বকুলতলা, মালিপাঁচঘড়ার জে এন মুখার্জি রোডে এই কাজ করানো হয়েছে। মেন রোডে রাস্তায় উপচে পড়ছিল নোংরা। পুরসভার সাফাই বিভাগের তরফ থেকে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার কাজ করা হচ্ছে। নোংরা তুলে সেখানে চুন, ব্লিচিং দিয়ে পরিচ্ছন্ন রাখা হচ্ছে।

নোংরা আবর্জনা ভ্যাটে না ফেলে কিছু মানুষ রাস্তায় ফেলছেন। এতেই সমস্যা হচ্ছে। আমরা সকলকেই এই নিয়ে সচেতন করছি। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। যে এলাকায় সাফাই বিভাগের তরফ থেকে রাস্তাঘাট পরিচ্ছন্ন করা হচ্ছে সেখানে ১৫ দিন অন্তর পুনরায় ভিজিট করে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। ফের সেখানে রাস্তাঘাটে নোংরা ফেলা হলে প্রথমে তাদের সতর্ক করা হচ্ছে। পরে একই জিনিস হতে থাকলে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাইছি রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা। আমাদের টার্গেট রয়েছে রাস্তাঘাট পরিচ্ছন্ন করে সেখানে গাছের চারা রোপণ করা। আমাদের লক্ষ্য হাওড়াকে গ্রিন এবং ক্লিন সিটি করা। আগামী দিনে ভ্যাট সিস্টেমটাই আমরা তুলে দেব। যারা রাস্তায় ময়লা ফেলে নিয়ম ভাঙবেন তাঁদের ক্ষেত্রে প্রথমে সতর্ক করা হবে। পরে ফের নিয়ম ভাঙলে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে স্থানীয় থানা এবং পুলিশ কমিশনারের সাহায্য চেয়ে অনুরোধ জানিয়েছি। কেউ যদি প্রচুর পরিমাণ আবর্জনা রাস্তার মধ্যে ফেলেন তাহলে পুলিশ প্রশাসন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।