এই মুহূর্তে জেলা

পুলিশ আধিকারিকের দেহ মর্গে এসে সনাক্ত করলেন পরিবার।


হাওড়া, ২৬ নভেম্বর:- রাজারহাট থানার সাব ইন্সপেক্টর পার্থ চৌধুরী প্রায় দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ২০ অক্টোবর বালি ব্রিজের নিচে একটি দেহ উদ্ধার হয়। বালি থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শুক্তবার পরিবারের লোকজন হাওড়ার পুলিশ মর্গে এসে দেহ সনাক্ত করেন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।পার্থ চৌধুরীর মৃত্যু নিয়ে ইতিমধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃতদেহ উদ্ধার হলেও তার মোবাইল ফোন পাওয়া যায়নি।

এক মাসেরও বেশি আগে মৃতদেহ পাওয়া গেলেও কেন এতদিন দেহ সনাক্ত করা যায়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। মৃত ওই পুলিশ অফিসারের ভাই শুভময় চট্টোপাধ্যায় জানান বেলুড় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। রাজারহাট পুলিশও তদন্ত করছিল। বাড়িতে মনোমালিন্য এর কারণে গত ১১ অক্টোবর উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মৃত্যুর সঠিক তথ্য তদন্তে বেরিয়ে আসুক এটাই দাবি করেছেন পরিবার।