হাওড়া, ২০ নভেম্বর:- পূর্ত দপ্তরের কাজের জন্য রাতের দিকে বালির নিমতলা হয়ে ঘুরপথে চলবে সব গাড়ি। শনিবার রাত ১১টা থেকে পুরানো বালি ব্রিজের সাউথ ভায়াডাক (বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা) রাস্তা ব্রিজের কাজের জন্য বেশ কয়েকদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি রাস্তা বন্ধ রেখে মেরামতের কাজ চলবে।
এরজন্য দক্ষিণেশ্বর থেকে বালির দিকের রাস্তায় নিমতলা হয়ে গাড়িগুলোকে ঘুরপথে যাতায়াত করার ব্যবস্থা করেছে বালি ট্রাফিক। বালি ট্রাফিক গার্ড সূত্রের খবর, বালি ব্রিজের উপরে সাউথ ভায়াডাক এলাকা পিডব্লুউডি কাজের জন্য রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে নিমতলার দিক থেকে ব্রিজে ওঠা গাড়িগুলোকে বালিখাল হয়ে নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।