এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে কয়েক লক্ষ টাকার গয়না সমেত আটক এক ব্যক্তি।

হাওড়া, ১৯ নভেম্বর:- আরপিএফের তৎপরতায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৪ এবং ৫ নম্বর গেটের কাছে ওই ব্যক্তি যখন ব্যাগ নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁকে দেখে সন্দেহ হয় আরপিএফের। স্ক্যানারে ওই ব্যক্তির ব্যাগটি পরীক্ষা করে দেখা যায় ভিতরে কিছু সন্দেহজনক বস্তু রয়েছে। এরপর ব্যক্তির ব্যাগ পরীক্ষা করে বিপুল পরিমাণ রুপো উদ্ধার হয়। এর আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৯ হাজার টাকা। ৭.৪ কেজি রুপো তার কাছ থেকে উদ্ধার হয়েছে। আরপিএফ জানিয়েছে, ওই ব্যক্তির নাম অনুপম দেবনাথ। বয়স ৪১। বাড়ি পূর্বপাড়া জিবন্তী মুর্শিদাবাদে।

তার কাছে ওই রূপোর কোনও বৈধ নথি ছিলনা। জিএসটি আধিকারিকদের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। আরপিএফ সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগে প্রায় ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের রূপো পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ২৯ হাজার ১০০ টাকা। ওই ব্যক্তির দাবি ওই গয়না বড়বাজার থেকে তিনি নিয়ে আসছিলেন। আরপিএফের দাবি ওই বিপুল পরিমাণ গয়নার উপযুক্ত কোনও নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। এরপর তাকে আটক করে আরপিএফ। খবর দেওয়া হয় কর দপ্তরে। সমস্ত আইন মোতাবেক অনুপমকে তুলে দেওয়া হয় কর দপ্তরের আধিকারিকদের হাতে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।