এই মুহূর্তে কলকাতা

২০২১ সালের নতুন ছাত্রবৃত্তি পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ১৭ নভেম্বর:- এবার থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ২০২১ সালের নতুন ছাত্র বৃত্তি পোর্টালটির উদ্বোধন করেন। তিনি জানান এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট৭, ৬২,৮৫৮ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর ৭ অক্টোবর থেকে বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ওই প্রক্রিয়া চলবে আগামী বছর ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চে প্রাপকদের বৃত্তির টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়াদের বৃত্তি দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তির পরিমাণ প্রতিমাসে এক হাজার টাকা। স্নাতক স্তরে মাসিক ১৫০০ টাকা করে। স্নাতকোত্তর স্তরে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের মাসিক ২০০০ টাকা এবং বিজ্ঞান ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ছাত্র-ছাত্রীদের মাসে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে স্নাতক স্তরে দেড় হাজার এবং স্নাতকোত্তর স্তরে ৫০০০ টাকা করে বৃত্তি দেয় রাজ্য সরকার।