এই মুহূর্তে জেলা

মানুষকে রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালিত হল শেওড়াফুলির রাজ মাঠে।

হুগলি, ১৪ নভেম্বর:- রসগোল্লার জন্ম নিয়ে লড়াই শেষে জয় পেয়েছে বাংলা। এবার সেই রসগোল্লাকে বিশ্বের দরবারে পৌছে দেওয়াই আমবাঙালির লক্ষ্য। তাই রবিবার “রসগোল্লা দিবস” বাংলার অন্যান্য জায়গার মতো পালিত হলো হুগলিতে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে শেওড়াফুলির রাজমাঠ এলাকায় পালিত হল “রসগোল্লা দিবস”। দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় পথচারীদের রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করানো হলো। সুবীর ঘোষ জানান রসগোল্লার জন্ম নিয়ে লড়াই শেষ হলেও আমাদের এখন একটাই লক্ষ্য বিশ্বের দরবারে এই রসগোল্লাকে পৌঁছে দেওয়া। বাংলার অন্যতম মিষ্টি রসগোল্লা, সেই মিষ্টিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে খুশি স্থানীয়রা।