এই মুহূর্তে জেলা

নবমী নিশি না আসার আকুতি মায়ের কাছে চন্দননগরবাসীর।

সুদীপ দাস, ১৩ নভেম্বর:- মহানবমীর সকাল থেকেই চন্দননগরের মন্ডপে মন্ডপে শুরু বিশেষ পুজোপাঠ। ধর্মীয় রীতি অনুযায়ী দূর্গাপুজোর অষ্টমীর ন্যায় জগদ্ধাত্রীর মায়ের নবমী পুজোই মূল পুজো হিসাবে গন্য হয়। তাই এদিন সকালে চন্দননগর শহর পুরোহিতের মন্ত্রোচ্চারনে মুখরিত হয়ে ওঠে। মন্ডপে মন্ডপে অঞ্জলি দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়। কোন কোন জায়গায় এদিনই অনুষ্ঠিত হয় কুমারী পুজো। তবে উৎসবের বিচারে এদিনই এবছরের মত সমাপ্তির পথে “চন্দননগরের শ্রেষ্ঠ উৎসব”।

তাই সকলেই আজকের দিনটায় আনন্দে গা ভাসাতে চায়। সকাল থেকে আকাশের মুখ ভার। দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। তবে সবকিছুকেই উপেক্ষা করে এদিন চন্দননগরের পথে নেমেছে বহু মানুষ। সময় যতই এগোবে এবারের উৎসব সময়সীমা ততই কমবে। তাই সকলেই চায় আজ নবমীর নিশি যেন না আসে! কারন নিশি এলেই এবারের মত উৎসবের শেষের শুরু। ২১-এর মাকে বিদায় জানাতে হবে। তারপর আবারও একটি বছরের অপেক্ষা!