কলকাতা, ১২ নভেম্বর:- বিএসএফ- এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সরকার পক্ষ বিধানসভার চলতি অধিবেশনে একটি প্রস্তাব আনতে চলেছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর পৌরহিত্যে শুক্রবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার শাসক দলের তরফে এই প্রস্তাব এনে তার উপরে এক ঘণ্টা আলোচনা হবে বলে বৈঠকে স্থির হয়েছে। কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি হয়, যেসব রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানে বিএসএফ-এর কাজের এলাকা হবে ৫০ কিলোমিটার। যার তীব্র প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি।
কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক তাদের সিদ্ধান্তে অনড় থাকে। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের। ফলে এখানকার সীমান্তবর্তী বহু জেলায় এক্তিয়ার নিয়ে বিএসএফ এর সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাতের ক্ষেত্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ এই সব এলাকাতেই বিএসএফ-এর কাজের এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো ও অনুপ্রবেশ আটকাতেই এই পদক্ষেপ। যদিও তা মানতে নারাজ পঞ্জাব ও পশ্চিমবঙ্গ সরকার। এটা গণতন্ত্র বিরোধী বলেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাস করেছে কংগ্রেস সরকার। এবার একই পথে প্রতিবাদ জানাবে পশ্চিমবঙ্গ।