এই মুহূর্তে জেলা

পুরসভার গেটে ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ উত্তরপাড়ায়

হুগলি, ১৬ মে:- মজুরি বৃদ্ধি সহ ইএসআই পিএফ এর দাবীতে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মিদের বিক্ষোভ।কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সামিল হন পুরসভার সাফাই কর্মি ও গাড়ি চালকরা।পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকা কর্মিরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে।তাদের ইএসআই এবং পিএফ নেই।কাজে আসতে দেরী হলে মজুরি কেটে নেওয়া হয়।দূর্ঘটনা হলে দায়িত্ব নেয় না ঠিকাদার।

সামাজিক সুরক্ষার বালাই নেই। তাদের দাবী পূরন না হলে কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন শ্রমিকরা। উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল বলেন,১১ দফা দাবি আছে বলছে কি দাবি আমার জানা নেই।শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে।দেখতে হবে ঠিকাদার তাদের সেই সুরক্ষা দিচ্ছে কিনা।অভিযোগ করছে ২৭ দিন কাজ করিয়ে ২৫ দিনের মজুরি দেয়।এটা যদি সত্যি হয় তাহলে তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।আমরা পুরসভার বোর্ড মিটিং এ আলোচনা করব।