হুগলি, ১০ নভেম্বর:- ওরা দিকশুন্য হয়ে গেছে গুরাপে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সন্ধ্যায় সিঙ্গুর রতনপুর উদয় সংঘের ৪২ তম বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি আরো বলেন, ওরা নিজেদের আয়নায় মুখ দেখুক, কেন্দ্র কোথায় কোথায় শিল্প করেছে। রাজ্যে শিল্প এসেছে শিল্প আরো আসবে এবং বিনিয়োগ হয়েছে বিনিয়োগ আরো হবে। এটাতে মানুষের আস্থা আছে বলেই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এসব বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।
সিঙ্গুর আন্দোলনের সময় শুভেন্দু বাবু কোথায় ছিলেন তাকে দেখিনি এখানে। উল্লেখ্য আজ গুরাপে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করতে এসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন শিল্প নিয়ে ভাঙা রেকর্ড আর কত চলবে। দশ বছর হয়ে গেল ওনার দ্বারা শিল্প, কারখানা কিছু হবে না। উনি বেকার যুবকদের মদ খাওনোর জন্য পাড়ায় পাড়ায় পাউচ বিতরনের ব্যবস্থা করেছেন। সিঙ্গুর রতনপুর উদয় সংঘের জগদ্ধাত্রী পূজা এবারের পুজোর থিম ‘ব্রেকিং নিউজ’। পুজোর মূল উদ্যোক্তা মন্ত্রী বেচারাম মান্না। থিম প্রসঙ্গে মন্ত্রী বলেন, খেলা থেকে রাজনীতি ও প্রাকৃতিক বিপর্ষয় সহ একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে।