আরামবাগ, ৬ নভেম্বর:- ভাইফোঁটার দিনে মানবিক কাজ বিজেপির। সারা বাংলা জুড়ে ঘরে ঘরে ভাইফোঁটার উৎসব। কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন মানুষ এবং রাস্তার ধারে প্রতিদিন সাধারণ মানুষকে পরিসেবা দেওয়া ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা কর্মীরা। হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। ব্যস্ততা দিনে আরামবাগ শহরে ট্রাফিক পরিষেবা দিয়ে চলেছে পরিবারের আনন্দকে দূরে সরিয়ে রেখে সিভিক ভলেন্টিয়ারা। এই নিচুতলার কর্মীরা পরিবারে সদস্যদের সাথে উৎসবে সামিল হতে না পেরে কেবলমাত্র সাধারণ মানুষকে পরিসেবা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। এই সমস্ত কর্মীদের ভাইফোঁটার উৎসবে ভাই হিসাবে বরন করে নেয় আরামবাগ বিজেপির মহিলা কর্মীরা।
পাশাপাশি শহরের বুকে ঘুরে বেড়ানো ভবঘুরেদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা দেয় বিজেপি। মিষ্টি মুখের পাশাপাশি দুপুরে খাওয়ার ব্যবস্থা করে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আরামবাগের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, নিজের পরিবারের বাইরেও একটা পরিবার থাকে। একদিকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ও সিভিকরা সব কিছু ভুলে মানুষের জন্য কাজ করছেন অন্যদিকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখায় যায় কত অসহায় মানুষকে। এদের নিয়েই আমরা ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলাম।আমাদের মহিলা কর্মীরা এদের ভাই হিসাবে বরন করে নেয়।অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এদিন দৌলতপুরের জেলা অফিসে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে বিজেপি কর্মী ভাইফোঁটার উৎসবে সামিল হয়।এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, বিজেপির কার্যকর্তাদের নিয়ে দলীয় অফিসে ভাইফোঁটা পালন করা হয়। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।