এই মুহূর্তে জেলা

বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করে নিলেন উত্তরপাড়ার বিধায়ক।

হুগলি , ২০ জানুয়ারি:- বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করলেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার কোন্নগর স্টেশন লাগোয়া একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা মঞ্চে কোন্নগরের নৈটি রোডের বেহাল দশা নিয়ে সরকারের কাজের সমালোচনা করেন। বিধায়কের আশংকা বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য দলের একাংশ রাস্তা সংস্কারের কাজ কে বাধা দিচ্ছে। তার অভিযোগ হুগলি জেলার কোন্নগরের একটি ব্যস্ততাম রাস্তা নৈটি রোড।রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছেl বারংবার স্থানীয় পঞ্চায়েত আশ্বাস দিলেও কাজটি না হওয়ার তার এই ক্ষোভl যদিও কানাইপুর পঞ্চায়েত প্রধান আছেলাল যাদব জানিয়েছেন রাস্তাটি মেরামতির প্রক্রিয়া শুরু হয়েছে আগামী মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবেl