আরামবাগ, ৬ নভেম্বর:- বন্যা দুর্গত মানুষদের মুখে শুভ ভাইফোঁটার দিনে হাসি ফোটাতে উদ্যোগ গ্রহন করলো আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগের হেলিপ্যাড প্রারঙ্গে বন্যা দুর্গত মানুষদের জন্য ভাইফোঁটার ব্যবস্থা করা হয়। এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের ভাইফোঁটা দিলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। শতাধিক বন্যা দুর্গত ভাইদের কপালে ভাইফোঁটা দেন সাংসদ। রীতি মেনে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, মন্ত্র পড়ে ফোঁটা দেন। পাশাপাশি এদিন আরামবাগে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা ও আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দীর কপালেও ভাইফোঁটা দেন সাংসদ। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন,
বাঙালির বারো মাসে তেরো পাব্বন।আজ ভাইফোঁটা। তাই দ্বারকেশ্বর নদীর বাঁধের গায়ে যারা রয়েছে তাদের আমরা ভাইফোঁটা দিলাম। এখানে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান হলো।অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, পৌরসভার পক্ষ থেকে সাংসদ অপরুপা পোদ্দার এই বন্যা দুর্গত মানুষদের ভাইফোঁটাটা দিলেন। এরপর আরামবাগের বৃদ্ধাশ্রমে ও ভবঘুরে ভবনে ভাইফোঁটার আয়োজন করেছিলো আরামবাগ পৌরসভা। সেখানেও সাংসদ অপরুপা পোদ্দার গিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভাইফোঁটা দেন। সবমিলিয়ে এই শুভ দিনে আরামবাগ পৌরসভার মানবিক কাজের প্রশংসা করে এলাকার মানুষ।