কলকাতা, ৫ নভেম্বর:- নবম ও দশম শ্রেণির ক্লাসের জন্য সময়সূচি ঘোষণা করল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। ওই সময়সূচি মেনেই আগামী ১৬ই নভেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলী। নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হবে বেলা ১০টা থেকে। ওই সব শ্রেণির পড়ুয়াদের সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে ঢুকতে বলা হয়েছে। ক্লাস চলবে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। তাদের স্কুলে আসতে বলা হয়েছে সকাল সাড়ে ১০টার মধ্যে। যথা সম্ভব ভিড় এড়িয়ে যাতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করতে পারে
সেকারণেই এই সময়সূচি পরিবর্তন বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিটি শ্রেণীকে দুটি বা তার বেশি কক্ষে ভাগ করে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ মনে করলে থিওরি ক্লাসের পাশাপাশি ওই দিন থেকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবে বলে জানানো হয়েছে। স্কুলের পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটি ক্লাসকে যথাসম্ভব আলাদা আলাদা ঘরে ভাগ করে নিতে বলা হয়েছে। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের কোভিড বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করতে বলেছে মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষকদের বলা হয়েছে পড়ুয়াদের এব্যপারে সচেতন করতে।