এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনোর প্রকোপ ও মৃত্যু রুখতে কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১ মার্চ:- অ্যাডিনো ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সক্রিয় রাজ্য প্রশাসন। শিশুদের মধ্যে সংক্রমণের প্রকোপ ও মৃত্যু রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সরব শক্তি দিয়ে মাঠে নেমেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন স্বাস্থ্য কর্তারা। হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো এবং শয্যা সংখ্যা বাড়ানোর কাজ চলছে জোর কদমে। বুধবার বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। হাসপাতালে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বিসি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসেও কিছু বেড রেখে পরিষেবা শুরু করা হয়েছে বলে খবর।

বুধবার স্বাস্থ্যসচিবের পরিদর্শনের পর বিসি রায় শিশু হাসপাতালে বেডের সংখ্যা পর্যায়ক্রমিক ভাবে আরও বাড়ানো হবে। রোগীর চাপ সামলাতে মেডিক্যালে ৫০টি বেড বাড়ানো হচ্ছে। বিসি রায় শিশু হাসপাতালেও নতুন ২৪টি সিসিইউ বেড চালু করা হচ্ছে। বেলেঘাটা আই ডি হাসপাতালে আপাতত ২৫টি বেড চালু করা হয়েছে। আইডি-তে আরও বেড বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতার দুটি হাসপাতালে বুধবার একই দিনে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ২ এবং বি সি রায় শিশু হাসপাতালে ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ১৭টি বাচ্চার মৃত্যু হল।