এই মুহূর্তে জেলা

নারকেল ফাটিয়ে , ধুপ মালা দিয়ে ট্রেনকে পুজো দিয়ে শেওড়াফুলিতে ব্যাবসা শুরু হকারদের।

হুগলি, ১ নভেম্বর:- সাধারন যাত্রীদের জন্য ট্রেন চলাচল শুরু হওয়ার আজ ২য় দিন। ১ম দিন রবিবার ছুটির দিন হওয়ায় কার্যত আজ থেকেই ট্রেনের যাত্রী সংখ্যার একটা পরিমাপ করা যেতে পারে। যে কোন অর্থে কোভিড বিধি মানতে হবে এই আবেদন নিয়েই যাতায়াত শুরু করলো তৃণমূল সমর্থিত হকার্স ইউনিয়ন। এদিন হাওড়া-বর্ধমান মেন লাইনের শেওড়াফুলি স্টেশনে বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ ও হকার্স উনিয়ানের নেতা শেখ ফেলুর উপস্থিতিতে সাধারন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিলির পাশাপাশি, শারিরীক দূরত্ব বিধি মানার আবেদন জানানো হয়। প্রসঙ্গত দীর্ঘ প্রায় ১৮মাস পর হকাররা ট্রেনে চাপার সুযোগ পেলো। ইতিমধ্যে বহু হকার রুজি-রুটি হারিয়েছেন। পুনরায় তাঁদের রোজগার যাতে বন্ধ না হয় সেকথা ভেবেই হকাররা কোভিড সচেতনতায় জোর দিলো। নারকেল ফাটিয়ে ধুপ, মালা দিয়ে ট্রেনকে পুজো করে তারা। তাদের দাবি আর যেন বন্ধ না হয় ট্রেন। সেই কারনেই তারা ট্রেন পুজো দিয়ে হকাররা শুরু করলো ব্যাবসা।