সুদীপ দাস, ৩১ অক্টোবর:- দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে দলে নেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলার ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করা শুরু করেছিলেন। একেবারে নির্বাচনের মুখে চার্টার্ড বিমানে দিল্লী উড়ে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা দিদির অনুরাগী বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদান করেই পদ্মের টিকিটে ডোমজুড়ে দাঁড়ান রাজীব বাবু। কিন্তু তাঁর ভাগ্যে শিঁকে ছেঁড়েনি। ডোমজুড়ে হেরেছেন রাজীব। এরপর বিজেপির সাথে দূরত্ব বাড়া শুরু হয় রাজীবের। অনেকেই মনে করেন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ার কারনেই দল ছেড়েছিলেন রাজীব। কিন্তু রাজনীতির পরিহাস! রবিবার ত্রিপুরায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন রাজীব।
রাজীবের দলে ফেরায় যথেষ্ট অখুশি তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের সভায় দাঁড়িয়ে বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড়িয়াহাটে একাধিক বাড়ি রয়েছে, দুবাইতে তাঁর টাকা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজীব বিশ্বাসঘাতক কোন কর্মীকে কষ্ট দিয়ে বিশ্বাসঘাতকদের দলে নেওয়া হবে না। কিন্তু সেই বিশ্বাসঘাতককেই ফের তৃণমূলে নেওয়া হলো! তিনি বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত তাই কিছু বলার নেই। তবে এখন আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের “কেউ কথা রাখেনি” কবিতাটা মনে পরছে! প্রসঙ্গত ভোটের আগে শুভেন্দু, রাজীব দল ছাড়ায় বিভিন্ন সভামঞ্চে দুজনকেই তুলোধনা করতে দেখা গিয়েছিল কল্যানকে। কিন্তু সেই রাজীবকেই পুনরায় দলে নেওয়া হয়।