কলকাতা, ২৯ অক্টোবর:- দুর্গাপুজোর পর কালীপুজো, দীপাবলি এবং ছট পুজোতেও রাজ্য সরকার নৈশকালীন বিধিনিষেধে ছাড় ঘোষণা করেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে করোনা সংক্রমণের প্রকোপ রুখতে রাজ্যে রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত যানবাহন ও লোক চলাচলে যে বিধি নিষেধ জারি রয়েছে তা আরও একমাস বহাল থাকবে। তবে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ২ থেকে ৫ই নভেম্বর এবং ছট পুজোর জন্য আগামী ১০ এবং ১১ নভেম্বর রাতের ওই বিধি নিষেধে ছাড় দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, উৎসবের দিন সহ অন্য সব দিনে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাজ্যে হোটেল রেস্তরাঁ খোলা থাকবে।
৭০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১১টা পর্যন্ত রেস্তরাঁ-পানশালা খোলা রাখা যাবে। ১৬ ই নভেম্বর থেকে খুলবে স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন কেন্দ্রগুলি ৭০ শতাংশ পড়ুয়া কে নিয়ে ক্লাস করাতে পারবে। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে ৫০ এর জায়গায় ৭০ শতাংশ অতিথি সমাগমে ছাড় দেওয়া হয়েছে। রাত ১১ টা পর্যন্ত ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, নাট্যমঞ্চ, প্রেক্ষাগৃহ, শপিং মল, বাজার, স্পা, জিম ইত্যাদি খোলা রাখা যাবে। কোভিড বিধি মেনে সিনেমা ও টিভি সিরিয়ালের আউটডোর শুটিং এরও অনুমোদন দেওয়া হয়েছে।