এই মুহূর্তে কলকাতা

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ , আরেক দফা সেন্টিনেল সার্ভের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার সংক্রমণে ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে রাজ্য সরকার আরেক দফা সেন্টিনেল সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর এই ধরনের সমীক্ষা চালানো হয়। করোনাকালে এর আগে রাজ্যে ৬ দফা এই ধরনের সমীক্ষা করা হয়েছে। সপ্তম দফায় দু’পর্যায়ে রাজ্যে সেন্টিনাল সার্ভে হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে নমুনা সংগ্রহ। এরপর ৩০ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখা হবে। জ্বর, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ বাদে, অন্যান্য সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, মূলত তাঁদেরই নমুনা নেওয়া হবে। প্রধানত হাসপাতালের সার্জিক্যাল ডিপার্টমেন্ট, প্রসূতি বিভাগ এবং দন্ত চিকিৎসা বিভাগের রোগীদের নিয়ে এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের সব জেলার ২৮টি কেন্দ্র থেকে এই সেন্টিনাল সার্ভের কাজ হবে। প্রত্যেকটি কেন্দ্র থেকে ৪০০ করে মোট ১১ হাজার ২০০ নমুনা সংগ্রহ করা হবে। কলকাতায় নমুনা সংগ্রহের কাজ হবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।