হাওড়া, ২৫ অক্টোবর:- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও আনাজের দাম বাড়ছে হু হু করে। এর কারণ অনুসন্ধান করতে শনিবারের পর ফের সোমবার অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। হাওড়া সদর এলাকায় বিভিন্ন বাজার যেমন কদমতলা বাজার, কালিবাবু বাজার সহ বিভিন্ন বাজারে এরা অভিযান চালায়। কলকাতার ভবানী ভবন থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল এসে এদিন বাজারের দরদাম নিয়ে সার্ভে করেন। জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন ওই আধিকারিকরা।
ব্যবসায়ীরা কি দামে মাল কিনছেন ও কি দামে বিক্রি করছেন সেই নিয়ে খোঁজখবর নেন তাঁরা। বাজারের মধ্যে কেউ অতিরিক্ত মাল স্টক করে রেখেছেন কিনা এবং ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখেন তাঁরা। এনফর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, সরকারিভাবেই বিভিন্ন বাজারে চলছে এই ধরনের সার্ভে। যাতে মজুতদারি করে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় আনাজপত্রের দাম বাড়ানোর চেষ্টা রোখা যায় তারজন্যই এই পদক্ষেপ।