ত্রিপুরা, ২৪ অক্টোবর:- ত্রিপুরায় আক্রান্ত তৃনমূল নেতা মামুন কলকাতায়। সাংগঠনিক প্রচার কাজ চালাতে গিয়ে ত্রিপুরার আগরতলার আমতলী বাজারে আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ তথা ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেব। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গোটা ঘটনাকে বর্বরোচিত বলে সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সুস্মিতা দেবের সাথেই আক্রান্ত হয়েছিলেন তৃনমূল স্টিয়ারিং কমিটির আরেক সদস্য মামুন খান। যিনি আবার গত ২০১৯ সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ঘাসফুল প্রার্থী ছিলেন। দুষ্কৃতীরা বেধড়ক মারধর করেন মামুনকে। প্রথমে আইজিএম হাসপাতাল পরে আগরতলার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুন খান।
কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তড়িঘড়ি তাকে আজ সকালের বিমানে কলকাতায় নিয়ে আসা হয়।তাকে নিয়ে আসেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক এবং রাজ্যসভার সংসদ শান্তনু সেন। বিমানবন্দর থেকে এমব্যুলেন্স করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে মামুন খানকে। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর মামুন খানের এম আর আই করা হবে। পাশাপাশি করা হয়েছে সিটি স্ক্যান।চিকিৎসক সংসদ শান্তনু সেন একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানান “ত্রিপুরায় উন্নত চিকিৎসা নেই, তাই তাঁকে কলকাতায় আনা হলো। “কলকাতা বিমান বন্দর থেকে সর্বদা মামুনের সাথে ছিলেন তৃনমূল যুব কংগ্রেস নেতা শক্তি প্রতাপ সিং, জয়া দত্ত, রেহান খান। মামুন খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।