এই মুহূর্তে জেলা

প্রচারে বেরিয়ে বেহাল রাস্তা ও নিকাশির অভিযোগ শুনলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা

উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরোলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড থেকে প্রচারে বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল এদিন ভোট প্রচার করলেন তরুণ বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি মহেন্দ্রনগরের বাসিন্দাদের কাছ থেকে বেহাল রাস্তাঘাট ও নিকাশির অভিযোগ শুনলেন। খড়দার মানুষ আশীর্বাদ করলে ভূমিপুত্র হিসেবে জয় এলাকার হাল বদলে দেবার আশ্বাস দিলেন।