কলকাতা, ১৭ অক্টোবর:- সাম্প্রতিককালে পথ নিরাপত্তা নিরিখে সবথেকে সুরক্ষিত পুজোর তকমা পাচ্ছে এবছরের পুজো। ছোটখাটো হোক প্রাণঘাতী এ বছর পুজোর কলকাতায় পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে তাৎপর্যপূর্ণভাবে।তৃতীয়া থেকে দশমী পর্যন্ত সময়ের নিরিখে গত তিন বছরের মধ্যে এ বছরই সবথেকে কম দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।পুলিশ প্রশাসনের সতর্ক নজরদারি এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর তৃতীয়া থেকে দশমী পর্যন্ত আট দিনে পুজোর কলকাতায় মোট পথ দুর্ঘটনা ঘটেছে ছটি। তারমধ্যে পৃথক দু’টি দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের। যেখানে গতবছর পুজোয় এই সময় কালের মধ্যে তিনটি পথদুর্ঘটনায় প্রাণ গিয়েছিল চারজনের। ২০১৯ সালে কলকাতায় ৫ টি আলাদা পথ দুর্ঘটনায় প্রান হারান ৫ জন।
চলতি বছরে কলকাতায় তৃতীয়া চতুর্থী এবং ষষ্ঠীর দিন একটি করে ছোটখাটো পথ দুর্ঘটনার রিপোর্ট জমা পড়েছে পুলিশের কাছে। এছাড়া গোটা পুজোয় আর কোন ছোট বা বড় দুর্ঘটনা ঘটেনি। যেখানে ২০১৯ এবং ২০ সালে পুজোর কলকাতায় ছোটখাটো পথ দুর্ঘটনা ঘটেছিল যথাক্রমে ১৪ টি এবং ৯ টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কল্যাণেই রাজ্যে পথ দুর্ঘটনার পরিমাণ ক্রমশ নিম্নমুখী বলে মনে করছেন পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। এই প্রকল্পের আওতায় গাড়িচালক ও পথচারীদের মধ্যে লাগাতার সর্তকতা প্রচার অভিযানের পাশাপাশি ট্রাফিক বিধি নিয়েও কঠোর হয়েছে পুলিশ। পুজোর সময় এবছর তৃতীয়া থেকে দশমী পর্যন্ত ট্রাফিক আইন ভাঙার মামলা রুজু হয়েছে মোট ৩০ হাজার ৬৮ টি। ২০১৯ ও ২০ সালে এই ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ছিল যথাক্রমে ১৮ হাজার ও ২৩ হাজারের মত।