এই মুহূর্তে জেলা

পুলিশের সক্রিয়তায় উদ্ধার হওয়া যুবককে তুলে দেওয়া হলো পরিবারের হাতে।

হুগলি, ১৬ অক্টোবর:- কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। আসলে সবাই দেখে পুলিশের খারাপ দিক। কিন্তু পুলিশ নিজেদের কাজে সক্রিয় আর একবার প্রমান করলো। আর পুলিশ সক্রিয়ো বলেই দেড় মাস পরে হাড়িয়ে যাওয়া যুবকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিলো শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। গত দেড় মাস আগে উত্তরপ্রদেশের জয়েততলা থানার ঝেড়ি গ্রাসের বাসিন্দা অনুরাগ সিং (১৯) নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখিত অভিযোগ করে। পরিবারের সদসদের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে আনন্দ বিহার ট্রেনে উঠেছে।পরিবারের সদস্য জানায় সেই ট্রনটি দিল্লী স্টেশনে থামে। কারন পুলিশ স্টেশনের পাশেই রয়েছে রেল স্টেশন। অনুরাগের মা, বাবা এবং দুই বোন রয়েছে।

বাবা খেত মজুরির কাজ করে। ভুল করেই হোগ বা ভুল ভাবেই হোগ চলে আসে শেওড়াফুলিতে। গত ১৩ ই অক্টোবর রাত একটা নাগাত বৈদ্যবাটী পৌরসভার আসে পাশে ঘোরাঘুরি করেতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্চ দীপশ্রী গাঙ্গুলি এবং আলতাব হাজারি। যুকবটিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ফাঁড়িতে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার নাম এবং তার বাড়ির ঠিকানা। তার কথা মতো যোগাযোগ করা হয় উত্তপ্রদেশ পুলিশের সাথে। উত্তর প্রদেশের পুলিশ যোগাযোগ করে যুবকের পরিবারের সাথে। শনিবার দুপুরে উত্তর প্রদেশ পুলিশ পরিবারের সদস্যকে নিয়ে আসে শেওড়াফুলি ফাঁড়িতে। দুই পুলিশের মেল বন্ধনে যুকবটিতে ফিরে পায় পরিবার। দেড় মাস পরে বাড়ির ছেলেকে ফিরি পেয়ে খুশী পরিবারের সদস্যরা।