নদীয়া, ১৫ অক্টোবর:- ঘরের মেয়ে হিসেবেই পূজিতা হন দেবী দুর্গা। লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সপরিবারে বাপের বাড়ি হইহুল্লোড় করে কাটালেন পুজোর কটা দিন। এবার কৈলাসে ফেরার পালা অর্থাৎ বিসর্জন। পান্তা ভাত খেয়ে আরশিতে মুখ দেখে, সুগন্ধি গায়ে মেখে ঘরের মেয়ের মতোই কনকাঞ্জলি দিয়ে বিদায় নিলেন তিনি।
তবে বৈষ্ণব মতে যারা রাধারাণী কে সর্বশ্রেষ্ঠা বলে মনে করেন, তারা প্রথম বরণ করান রাধারাণী কে দিয়ে এরপর পূজারী তারপর ভক্তবৃন্দরা। মায়ের আশীর্বাদ স্বরূপ সিঁদুর একে অপরকে পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে, সমবয়সীদের কোলাকুলি আলিঙ্গন, বয়স্কদের প্রণাম এর মাধ্যমে আগামীর এক বছর মায়ের সকল সন্তান একসাথে চলার অঙ্গীকার করেন ভক্তবৃন্দরা নিজেরা।