এই মুহূর্তে জেলা

তামার কৃষ্ণ মূর্তিকে সোনার বলে বিক্রি করে প্রতারণা , ব্যাঁটরায় চাঞ্চল্য , ধৃত ১।

হাওড়া, ৮ অক্টোবর:- তামার তৈরি কৃষ্ণ মূর্তিকে সোনার মূর্তি বলে বিক্রি করে প্রতারণা। ব্যাঁটরায় চাঞ্চল্য। ধৃত ১। তামার তৈরি এক ফুটের কৃষ্ণ মূর্তিকে সোনার তৈরি বলে ৮ লক্ষ টাকা দিয়ে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন তাঁরই দুই পরিচিত ব্যক্তি। পরে সোনার দোকানে পরীক্ষা করে ওই ব্যক্তি জানতে পারেন পুরো মূর্তিটাই কাঁসারের। এরপরে তিনি পুলিশের কাছে ওই দুই পরিচিত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ওই দুই প্রতারকের মধ্যে একজনকে গ্রেফতার করে। একজন পালিয়ে যায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৪৫ হাজার টাকা। অভিনব এই প্রতারণার ঘটনা ঘটেছে হাওড়ার ব্যাঁটরার টিকিয়াপাড়া নোনাপাড়ার কাছে মধুসূদন পালচৌধুরী লেনে। পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার খোকন দাস নামে সালকিয়ার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৪ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে বাকি টাকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে খোঁজা হচ্ছে নদীয়ার নাকাশিপাড়ার বাসিন্দা নাড়ুগোপাল ঘোষ নামে আর এক অভিযুক্তকে।