হুগলি, ৭ অক্টোবর:- পুজোর দিন গুলিতে চুরি ও শ্লীলতাহানি রুখতে লাইভ সিসিটিভি ব্যবহার করবে কমিশনারেটের পুলিশ। বিভিন্ন থানা এলাকায় থাকা কন্ট্রোল রুম থেকে ওয়াচার টিম সেই ফুটেজ দেখেই টহলরত পুলিশের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে। বুধবার চুঁচুড়া রবীন্দ্রভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। তিনি বলেন,অপরাধের মোকাবিলায় কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার ব্যবহার করা হলেও পুজোর মরসুমে প্রশিক্ষিতদের ব্যবহার করে লাইভ সিসিটিভি মনিটরিং করা হবে। এ ছাড়া মোবাইল ভ্যানের পাশাপাশি পুলিশের মোটর সাইকেল বাহিনীও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি চালাবে। তবে জুন মাস থেকে টানা ৫২ টি পয়েন্টে নাকা চেকিং পয়েন্ট থেকে ৬২৭ টি নাকা চেকিং করা হয়েছে।
নাকা চেকিং চলা কালীন ৭ জনকে মাদক সমেত গ্রেপ্তার করা হয়েছে। ৬ টি আগ্নেয়াস্ত্র ও ১১ টি কার্তুজ সমেত ১০ জন গ্রেপ্তার করা হয়। একজন ভুয়ো পুলিশ কর্তা কে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ নাকা চেকিংয়ের মাধ্যমে ৭০০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ১০ অক্টোবর থেকেই পুলিশ পুজোর সময় আইন শৃঙখলা রক্ষার কাজ শুরু করবে। পুলিশের টিমে ৮ জন এসিপি, ইন্সপেক্টার পদমর্য্যাদার ২২ জন, এস আই এবং এ এস আই পদমর্যাদার ২০০ জন ও কনস্টেবল পদর্যাদ্যার ৫০০ জন পুলিশ আইন শৃঙখলা রক্ষায় কাজ করবে। কমিশনারেট এলাকায় ১৪০০ টি বারোয়ারী পুজো হচ্ছে জানিয়ে এ দিন একটি গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিশ কর্তা। কমিশনারেট এলাকার পুলিশ কর্তারা হাজির ছিলেন।