হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- প্রাচীন বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তায়। হতাহতের ঘটনা থেকে প্রাণে রক্ষা। লাগাতার বৃষ্টি থামতেই হাওড়ার অতি ব্যস্ততম রাস্তা নেতাজী সুভাষ রোডের উপরে ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ির একাংশ। হাওড়ার সুপ্রাচীন জানবাড়ির একটি অংশ এদিন ভেঙে পড়ে। বেলা সোওয়া বারোটা নাগাদ ওই ঘটনা ঘটে। সেই সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চ্যাটার্জিহাট থানার পুলিশ ও সিইএসসি’র কর্মীরা। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিপজ্জনক বাড়িটির নিচে রাস্তার কিছুটা অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। পুরসভার তরফ থেকে জানা গেছে, কয়েক বছর আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলেও বাড়িটি ভেঙে ফেলা হয়নি।