এই মুহূর্তে কলকাতা

ডিভিসি থেকে ছাড়া হলো এক লক্ষ কিউসেক জল , প্লাবনের আশঙ্কা বেশ কয়েকটি জেলায়।


কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডিভিসি থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে অজয় নদী থেকে জল ছাড়া হয়েছে ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি এলাকায় সমস্যা হতে পারে রাজ্য সরকার ৩ কলম সেনা পাঠাচ্ছে পশ্চিম বর্ধমান এ ৩ কলম সেনা যাচ্ছে হুগলিতে দু’কলম শোনা যাচ্ছে হাওড়াতে এ মুহূর্তে ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারোটি এনডিআরএফ টিম এবং আরও এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে পাশের জেলা গুলি থেকে নৌকা এনে ওইসব এলাকায় পাঠানো হচ্ছে সেচ দপ্তর কে কাজে লাগানো হয়েছে আজকেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি বৈঠক করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন গুলির সঙ্গে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কমেন্ট সেন্টার চালু করা হয়েছে।

ড্যামগুলো থেকে যে হারে জল ছাড়া হচ্ছে তাতে আগামী ২৪ ঘন্টা পর থেকে লোয়ার দামোদর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়বে। যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে। পুজোর আগে প্রশাসন এই পরিস্থিতির জন্য ভয়ানক চিন্তিত। সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কি হবে তা এখনই বলা যাচ্ছে না। বাঁধগুলো যাতে অক্ষত থাকে তার জন্য আমার দপ্তরকে দিনরাত নজরদারি চালাতে বলেছি। দপ্তরের আধিকারিক থেকে সাধারণ কর্মী প্রত্যেকের ছুটি বাতিল। কন্ট্রোলরুম ২৪ ঘন্টা খোলা থাকছে। আমি নিজেও পরিস্থিতির ওপর নজর রাখছি বলে জানালেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।